বরিশালে গানের আসর থেকে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ: ধর্ষকের যাবজ্জীবন

এ ছাড়া এক লাখ টাকা জরিমানাও করা হয়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2024, 04:47 PM
Updated : 15 Feb 2024, 04:47 PM

বরিশালে মুর্শিদি গানের আসর থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ১৪ বছর পর একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন বলে বিকালে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।

তিনি জানান, পাশাপাশি দোষীকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডিত কবির হোসেন ফকির বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রাওগা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ২৯ অক্টোবর রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার  বিদ্যানন্দপুর গ্রামের ব্রিজঘাট এলাকায় মুর্শিদি গানের আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে সাত বছর বয়সি কন্যাশিশুটিও গান শুনতে যায়। রাতে আসর চলার এক পর্যায়ে শ্রোতাদের জন্য পাতা হুগলার বিছানায় ঘুমিয়ে পড়ে শিশুটি।

মামলায় আরও বলা হয়, সবার অগোচরে ঘুমন্ত শিশুটিকে তুলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন কবির। এতে অসুস্থ হয়ে পড়া শিশুটি কেঁদে এসে পরিবারকে বিষয়টি জানায়।

এ ঘটনায় এলাকাবাসী কবিরকে ধরে মারধর করে ছেড়ে দেন। এরপর সে পালিয়ে যায়।

অপরদিকে, শিশুটিকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে কবির হোসেনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় একই বছরের ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মেহেন্দিগঞ্জের কাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেল্লাল হোসেন।