বান্দরবানে শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা শুরু

কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী ২০ শিশু-কিশোর অংশ নিচ্ছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 01:51 PM
Updated : 23 Nov 2022, 01:51 PM

বান্দরবানে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার সকালে জেলা শহরে রয়েল হোটেলের সম্মেলন কক্ষে দুদিনের এ এ কর্মশালা শুরু হয়।

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ-এর সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আয়োজন করে।

প্রধান অতিথি হয়ে কর্মশালা উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো।

এ সময় সিংইয়ং ম্রো বলেন, শুধু সাংবাদিক হওয়ার জন্য এ প্রশিক্ষণ নয়। কোনো একটি প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কিভাবে তথ্য সংগ্রহ ও সাজাতে হয় সেসব ব্যাপারে শিশু বয়স থেকে তারা প্রশিক্ষণের মাধ্যমে বুঝতে পারবে। যা শিশুদের একাডেমিক লেখাপড়ার ক্ষেত্রেও সহায়ক হিসাবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, সাংবাদিক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করার আগে সাংবাদিকতার বিষয়ে মৌলিক ধারণা থাকা দরকার। এসব ধারণা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রথম দিনে সাংবাদিকতার মৌলিক ধারণা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা এবং হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহ-সম্পাদক সৈয়দা জান্নাত মৌ।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা।

এতে বক্তব্য দেন বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ-এর বান্দরবান প্রতিনিধি মিনারুল হক।

দুদিনের এ কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী ২০ শিশু-কিশোর অংশ নিচ্ছে।