চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ ‘কারবারি’ আটক

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2024, 05:07 PM
Updated : 16 Feb 2024, 05:07 PM

চাঁদপুর শহর থেকে ১০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। যাকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।

শুক্রবার ভোরে বাবুরহাট এলাকার জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।

আটক সাদিকুর রহমান রনি (৩৮) জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে এসআই মো. কামাল উদ্দিন ও এএসআই মো. সাইফুলসহ পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় রনির হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ এবং তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি মুহসীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এর ধারাবাহিকতায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা হচ্ছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]