নোয়াখালীতে রাতে ওই তরুণীকে খামারে ডেকে নিয়ে প্রথমে সুমন এবং পরে ভয় দেখিয়ে মোশারফ তাকে ধর্ষণ করেন বলে জানায় পুলিশ।
Published : 01 Dec 2023, 09:59 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোনে এক তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী।
গ্রেপ্তাররা হলেন- সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের আলাউদ্দিন সুমন (২২) ও কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন সোহাগ (২৫)।
এ ঘটনায় শুক্রবার ওই তরুণীর করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে ওসি প্রণব চৌধুরী বলেন, “উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভুক্তভোগী ওই তরুণী পেশায় একজন শিক্ষানবিশ সেবিকা। কর্মস্থলে আসা যাওয়ার পথে স্থানীয় একটি খামারের শ্রমিক সুমনের সঙ্গে তারা পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়।
“বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে ওই তরুণীকে খামারে ডেকে নিয়ে ধর্ষণ করেন সুমন। এ সময় খামারের অপর শ্রমিক মোশারফ ঘটনাটি দেখে লোকজনকে বলে দেওয়ার ভয় দেখান। পরে সুমনের সহযোগিতায় ওই তরুণীকে ধর্ষণ করেন মোশারফ।”
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সুমন ও মোশারফকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রণব চৌধুরী।