লালমনিরহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার যুবক

“জাওরানী সীমান্ত দিয়ে কয়েকদিন আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন রুবেল।”

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2024, 01:07 PM
Updated : 6 March 2024, 01:07 PM

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে লালমনিরহাটের এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।

হাতীবান্ধা উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা উত্তর জাওরানী গ্রাম থেকে মঙ্গলবার রাতে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে ১৫ বিজিবি ব্যটালিয়নের জাওরানী ক্যাম্পের কমান্ডার মাকসুদার আবুল কাশেম জানান।

গ্রেপ্তার ২৬ বছর বয়সী রুবেল ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। 

বিজিবি কমান্ডার বলেন, “জাওরানী সীমান্ত দিয়ে কয়েকদিন আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন রুবেল। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। 

“পরে তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়।”

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, বিজিবির দায়ের করা মামলায় রুবলকে কারাগারে পাঠানো হয়েছে।