প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন, ছাত্রলীগের সংহতি

দেশের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার জন্য জাতির কাছে প্রথম আলোর সম্পাদককে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রলীগ নেতা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2023, 03:33 PM
Updated : 4 April 2023, 03:33 PM

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী; এতে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগ। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থী জাহিদুজ্জামান শাকিল বলেন, “দেশ যখন আপন গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একদল হলুদ সাংবাদিক দেশের উন্নয়নের গতিরোধ করে দিচ্ছে। প্রথম আলো যে মাছ-ভাতের স্বাধীনতার কথা বলছে এটা বর্তমান বাংলাদেশের সঙ্গে যায় না। বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে।“

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সংহতি জানিয়ে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক দাবিতে সোচ্চার। ২৬ মার্চ বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ওইদিন প্রথম আলোতে একটি শিশুকে ১০ টাকার একটি নোট দিয়ে দেশের বিরুদ্ধে যে প্রোপাগাণ্ডা চালিয়েছে তার নিন্দা জানাই। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতার ঠাঁই এ দেশে হবে না।"

দেশের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার জন্য জাতির কাছে প্রথম আলোর সম্পাদককে ক্ষমা চাওয়ার দাবি জানান হাবিবুর।   

সংহতি প্রকাশ করে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো পদ্মা সেতু হবে না, কিন্তু প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন।“ 

প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার এবং পত্রিকার নিবন্ধন বাতিলের দাবি জানান সোহেল।