প্রাথমিকে বৃত্তি পেয়ে শিশুরা উড়ল হেলিকপ্টারে

রংধনু মডেল স্কুলের ৪৪ জন এবং রংধনু কোচিং সেন্টারের ৩৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 12:02 PM
Updated : 6 March 2023, 12:02 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বিদ্যালয় ও কোচিং সেন্টারের ৭৮ জন প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

সোমবার সকালে রংধনু মডেল স্কুল এবং রংধনু কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন জানান, ২০২২ সালে তাদের বিদ্যালয় থেকে ৪৪ জন এবং রংধনু কোচিং সেন্টারের পড়া বিভিন্ন বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে কেউ টেলেন্টপুলে এবং কেউ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। 

 রংধনু মডেল স্কুলের ৪৪ জন পরীক্ষা দিয়ে সবাই বৃত্তি পেয়েছে বলে তিনি জানান।

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম।   

পরে প্রতিবারে চার জন করে শিক্ষার্থীদের হেলিকপ্টারে করে উপজেলার ওপর দিয়ে ঘোরানো হয়। 

শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। 

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংধনু মডেল স্কুলের ৪৪ জন পরীক্ষা দিয়ে সবাই বৃত্তি পেয়েছে। তবে সংবর্ধনা পাওয়া বাকি ৩৪ জন কোন স্কুলের তিনি জানেন না। পরে ওই স্কুলের অধ্যক্ষ থেকে বিষয়টি জেনে নেবেন।

প্রধান অতিথি শাহ আজম বলেন, “ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে।” 

শহিদুল ইসলাম শাহিন বলেন, “আগামীতে শিক্ষার্থীদের আরও ভালো করার উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।” 

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী স্বর্ণা ও সুমসা বলে, বাবা-মা ও শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে সব সময়ই ভালো রেজাল্ট আশা করেন। 

স্বর্ণা বলে, “এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগী হতে আরও অনুপ্রেরণা যোগাবে।”