গাজীপুরে পাঁচটি স’মিল গুড়িয়ে দিল বনবিভাগ, মালামাল জব্দ

বনবিভাগের জমি দখলমুক্ত করতে সব স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিএফ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2023, 05:52 PM
Updated : 28 August 2023, 05:52 PM

গাজীপুর সদর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স’মিল গুড়িয়ে দিয়ে মালামাল জব্দ করেছে বনবিভাগ। 

সোমবার দিনব্যাপী উপজেলার পশ্চিম ডগরী এলাকায় অভিযান চালিয়ে এসব স’মিল উচ্ছেদ করা হয় বলে জানান বনবিভাগের গাজীপুর অঞ্চলের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মোজাম্মেল হোসেন। 

তিনি বলেন, অভিযানে মো. আমিনুল হকের মালিকানাধীন মেসার্স মেহেদী টিম্বার অ্যান্ড স’মিল, মো. শরীফুল বাসারের মোসার্স রাব্বী টিম্বার অ্যান্ড স’মিল, আব্দুল জলিলের ভাই ভাই স’মিল অ্যান্ড টিম্বার এবং মাহবুবুল আলমের মালিকানাধীন মেসার্স আলিফ স’মিল অ্যান্ড টিম্বার।

বনবিভাগের জমি দখলমুক্ত করতে সব স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোজাম্মেল। 

অভিযানে ভাওয়াল রেঞ্জের কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বনবিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।