ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে ওই নারীকে জখম অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।
Published : 27 Jan 2024, 11:10 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেসরকারি হাসপাতালের এক আয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার মা নার্সিং হোম ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান জানান।
নিহত ৩৫ বছর বয়সি হাফিজা খাতুন উপজেলার বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি জাবিদ হাসান দিয়ে জানান, রাতে ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে জখম অবস্থায় হাফিজাকে দেখতে পান তার সহকর্মীরা। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে; এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।