“তীব্র গতিতে ছুটে চলা মাইক্রোবাস দুটির বিকট শব্দে সংঘর্ষ হয়ে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
Published : 09 Sep 2024, 01:09 PM
শেরপুরে দুইটি মাইক্রোবাসের সংঘষের্ নারী ও শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে।
চালকরা ‘ঘুমের ঘোরে’ গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে শহরের নবীনগর এলাকার পাসপোর্ট অফিসের সামনে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।
আহতদের মধ্যে দুই মাইক্রোবাসের চালকসহ গুরুতর অবস্থায় ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জাহাঙ্গীর বলেন, “একটি মাইক্রোবাস ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে ১২ জন যাত্রী নিয়ে টাঙ্গাইল-জামালপুর-শেরপুর শহর হয়ে নকলার জানকিপুরের দিকে যাচ্ছিল। অপর মাইক্রোবাসের চালক ঢাকার বিমান বন্দর থেকে যাত্রী নামিয়ে নিজের বোন-ভাগ্নিকে নিয়ে গাজীপুর-ময়মনসিংহ হয়ে শ্রীবরদী উপজেলার বটতলা দিকে যাচ্ছিলেন।
“তীব্র গতিতে ছুটে চলা মাইক্রোবাস দুটির বিকট শব্দে সংঘর্ষ হয়ে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় দুই চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি মোহাম্মদ জাহাঙ্গীর বলছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকরা তন্দ্রাচ্ছন্নতা হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।”