বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষে আহত ৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর মারামারিতে ছয়জন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 12:13 PM
Updated : 6 July 2022, 01:23 PM

মঙ্গলবার রাত ১টার দিকে এই সংঘর্ষ হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম জানান।

সংঘর্ষের পর আহত ছয় শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন ময়িদুর রহমান বাকি, ছাব্বির হোসেন, আহমেদ সিফাত, সৈয়দ রুম্মান ইসলাম, তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত।

তারা তাদের পরিচয় বলতে চাননি।

তাদের সঙ্গে হাসপাতালে গিয়ে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতেও রাজি হননি।

তবে অন্য কয়েকজন শিক্ষার্থী বলছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও কিছু শিক্ষার্থীর নেতৃত্বে একাধিক দল রয়েছে, যারা নিজেদের ছাত্রলীগ নেতা দাবি করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টাসহ নানা কর্মসূচি পালন করেন। বিভিন্ন ঘটনায় তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দেয়। এ নিয়ে মঙ্গলবার মাঝরাতে মারামারিতে লিপ্ত হয় দুই পক্ষ।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান বলেন, “রাতের এ ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে এসে পরিস্থিতি শান্ত করেন।”

পুলিশ এর বেশি কিছু বলতে চাননি।

প্রক্টর মো. খোরশেদ আলমও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যরাতে ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানতে চেষ্টা করছি। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।”

খোরশেদ আলম বলেন, হাসপাতালে চিকিৎসাধী ছয়জনের মধ্যে ময়িদুর রহমান বাকি বাদে অন্য পাঁচজন নিয়মিত ছাত্র।  ময়িদুর রহমান বাকির ছাত্রত্ব বর্তমানে নেই।

মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ক্যাম্পাস স্বাভাবিক রাখতে কাজ করছে।