ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত

ফরিদপুরের সড়কে বিমান বাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন; যিনি কভার্ড ভ্যানে করে বাসার মালপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2022, 10:46 AM
Updated : 23 May 2022, 10:46 AM

নিহত মো. আবুল বাশার (৩৬) বিমান বাহিনীর সার্জেন্ট হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দায়িত্বে ছিলেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরা গ্রামের বাসিন্দা তিনি।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, সোমবার ভোর ৪টার দিকে শিবরামপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়া কভার্ড ভ্যান দেখতে পায় পুলিশ। কভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন বাশার। সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

“হয়ত ট্রাক বা বড় কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল বা সামনা-সামনি সংঘর্ষ হয়েছিল।”

বাশার ঢাকা থেকে কভার্ড ভ্যানে বাসার মালামাল নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন জানিয়ে ওসি বলেন, কভার্ড ভ্যানের চালককে পাওয়া যায়নি। তাকে ধরার চেষ্টাসহ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আর মামলার প্রস্তুতিও চলছে।

পুলিশ কভার্ড ভ্যানটি জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।