নাফ নদী সাঁতরে আসার সময় রোহিঙ্গা আটক, ইয়াবা-আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে; তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2022, 06:30 AM
Updated : 9 May 2022, 06:30 AM

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের ওমরাল খাল এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. সাকের আলী (২২) টেকনাফের মাচেনী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক-বি'র মৃত কালু মিয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল খালিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়।

এক পর্যায়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতার কেটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি থামার নির্দেশ দেয়। পরে তাকে ঘেরাও করে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ বলেন, সাকেরের দেহ তল্লাশি করে গামছা দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি প্যাকেট পাওয়া যায়। সেগুলো খুলে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা।

সাকেরের বিরুদ্ধে মাদক আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে।