কুড়িগ্রামে নিখোঁজের ৩ দিন পর নদীতে কৃষকের লাশ

কুড়িগ্রামে নিখোঁজের তিন দিন পর নদীতে ভাসমান অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 12:10 PM
Updated : 2 April 2022, 12:10 PM

ধরলা নদীর চরের ভেলাকোপা থেকে ওই ব্যক্তির মরদেহ শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে বলে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।

মৃত আজগার আলী (৬০) সদর ‍উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত চৌধুরী মুন্সির ছেলে।

নিহতের ছেলে আজিজুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১২টি গরুকে ঘাস খাওয়ানোর জন্য ভেলাকোপা চরে যান আজগার। পরে গরুগুলো বাড়িতে ফিরলেও তিনি ফিরেননি।

আজিজুল বলেন, “আমরা চারদিকে খোঁজ করেও আব্বার কোনো সন্ধান পাইনি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।”

ওসি শাহরিয়ার বলেন, জিডির পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল নদীতে তল্লাশি চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। দুপুরে লাশটি ভেসে উঠে।

মরদেহের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।