কোভিড: মৃত্যুহীন আরেকটি দিন, শনাক্ত ৫৬

করোনাভাইরাস সংক্রমণ কমার ধারার মধ্যে আরও একটি মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ, আর শনাক্ত রোগীও নেমেছে ৫৬ জনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 10:36 AM
Updated : 2 April 2022, 10:54 AM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৬ হাজারের মতো নমুনা পরীক্ষা করে এই ৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ০৯ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪জন হয়েছে। মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১২২ জনের।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৭১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠলেন।

সেই হিসাবে এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন ৩৯ হাজার ৬৭৮ জন।

গত একদিনে যে ৫৬ রোগী শনাক্ত হয়েছে, তার ৫০ জনই ঢাকা বিভাগের। এরমধ্যে দুজন ফরিদপুর ও একজন গাজীপুর জেলার। বাকিরা সবাই ঢাকা জেলার।

ঢাকার বাইরে শেরপুরে একজন, কক্সবাজারে দুজন, ফেনীতে একজন, চাঁদপুরে একজন এবং দিনাজপুরে একজন রোগী শনাক্ত হয়েছে।

দেশের বাকি ৫৬ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।

দেশে এই পর্যন্ত নমুনা পরীক্ষায় সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ০১ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৮ কোটি ৯৫ লাখের বেশি।