ঝিনাইদহে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

ঝিনাইদহের ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 10:33 AM
Updated : 28 Feb 2022, 10:33 AM

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।

ঝড়ে সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে থাকা ৭১৬ একর ফসলি জমির ক্ষতি হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক মো. আজগর আলি জানান।

তিনি বলেন, ধানের তেমন ক্ষতি না হলেও অন্যান্য রবি ফসলের ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থ মাঠ পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তরা কাজ করছেন।

এদিকে কৃষকেরা জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে গম, মসুর, ভূট্টাসহ অন্যান্য ফসল মাটির সাথে মিশে গেছে। তাছাড়া লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাক সবজিরও।

বাজার গোপালপুর এাকার কৃষক মঞ্জুরুল আলম বলেন, শিলাবৃষ্টিতে তার ২ বিঘা ক্ষেতের ভুট্টা নষ্ট হয়ে গেছে।