বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির কোভিড শনাক্ত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা বাংলাদেশি এক দম্পতির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 02:39 PM
Updated : 15 Jan 2022, 02:39 PM

শনিবার দুপুরে বন্দরের অ্যান্টিজেন পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয় বলে বন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান।

দম্পতির বাড়ি দিনাজপুর সদর উপজেলার বালুরঘাট এলাকায়।

ওসি নজরুল বলেন, এই দম্পতি ভারত থেকে আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল নিয়ে দেশে আসে। কিন্তু বন্দরে পরীক্ষায় তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তেঁতুলিয়ার ইউএনও সোহাগচন্দ্র সাহা তাদের নিয়ে যান এবং দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সেখানে পাঠানো হয়। তাদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। দিনাজপুরের প্রশাসন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

দম্পতি সুস্থ রয়েছেন বলে পঞ্চগড়ের সিভিল সার্জন ফজলুর রহমান জানিয়েছেন। তবে তারা ওমিক্রন ধরনে আক্রান্ত কি না তা বলতে পারেননি সিভিল সার্জন।