জয়পুরহাটে নবনির্বাচিত ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন নবনির্বাচিত এক ইউপি সদস্য।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 03:53 PM
Updated : 29 Dec 2021, 03:53 PM

বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নবনির্বাচিত ইউপি সদস্য মনোয়ার হোসেন এ অভিযোগ করেন।

লিখিত ব্ক্তব্যে তিনি বলেন, “ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হেরে পালপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে ও বম্বু ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল জব্বার ফরহাদ প্রতিশোধপরায়ণ হয়ে আমাকে ও আমার কর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকেন।

“সোমবার রাত ৮টার দিকে আমি কড়ই মাদ্রাসা বাজারে চায়ের দোকানে গেলে ফরহাদ ও তার লোকজন লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে।”

মনোয়ার হোসেন বলেন, “তাদের বেধড়ক মারধরে আমি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয় জনগণ ও আমার কর্মীরা এসে আমাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।”

নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে মনোয়ার হোসেন এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।

এ বিষয়ে পরাজিত প্রার্থী আব্দুল জব্বার ফরহাদ বলেন, “নির্বাচনের পরদিন ঘটনাস্থলে এসে কর্মীদের নিয়ে চা পান করছিলাম। এ সময় সেখানে বিজয়ী মনোয়ার আমাদের চায়ের বিল দিতে চান। এতে আমার কর্মীরা অপমান বোধ করছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেনের কর্মী আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, এরশাদ আলীসহ অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।