নীলফামারীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, পুত্রবধূ দগ্ধ

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্থ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে; তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন তার পুত্রবধূ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 05:36 AM
Updated : 29 Dec 2021, 05:36 AM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জলঢাকা ফায়ার স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন জানান।

মৃত ফুলমতি রায়ের বয়স ৭০ বছর। তিনি ওই গ্রামের মৃত রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। তার ছেলের বউ অঞ্জনা রানীকে (৪৫) দগ্ধ অবস্থায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতীকী ছবি

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য প্রকাশ চন্দ্র রায় বলেন, “ফুলমতি ছিলেন পক্ষাঘাতের রোগী। সর্বক্ষণ বিছানায় শুয়ে থাকতেন। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে পুরুষ মানুষ কেউ না থাকায় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা অগ্নিদ্বগ্ধ হন।”

এ ঘটনায় ওই পরিবারের চারটি বসত ঘর, একটি রান্নাঘর এবং একটি গোয়াল ঘর পুড়ে গেছে। পুড়ে মারা গেছে দুটি গরু ও তিনটি ছাগল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রিফাত আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।”