কুমিল্লায় ভোটের শুরুতে সংঘর্ষে ৫ জন আহত

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন ‘আহত’ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কু‌মিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 06:30 AM
Updated : 11 Nov 2021, 07:32 AM

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে কুমিল্লা মেঘনা উপজেলায় চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টেঁটা-বল্লম নিয়ে এ সংঘর্ষ বাধে।

এ সময় ৪ নম্বর চালিভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরসহ পাঁচজন আহত হয়েছেন।

আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। 

বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগ, “নোকার প্রার্থী আব্দুল লতিফ সরকার বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা করেছে। আমি রক্তাক্ত হয়েছি। তারপরও আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি নির্বাচন যেন সুস্ঠু করা হয়।”

সকালে ভোট শুরুর আগে রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী আবদুর লতিফ সরকারের ২৫ থেকে সমর্থক বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরকে মারধর করেছেন বলে স্থানীয়রাও জানিয়েছেন।

তবে এ বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।  

রামপ্রসাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান জানান, ভোটগ্রহণ শুরুর ১০ মিনিটের মধ্যে কেন্দ্রের বাইরে উত্তেজনা শুরু হয়। তারপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। সংঘর্ষের সময় প্রায় ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। ‌পরে সোয়া ১০টায় আবারও ভোট শুরু হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০টি টেঁটা উদ্ধার করেছেন তারা।