গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর দাবি

বিভিন্ন ফি কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 09:21 AM
Updated : 27 Oct 2021, 09:21 AM

আন্দোলনকারীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।

বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এর আগে ভবনগুলোয় তালা দেন তারা।

তারা বলেন, প্রতি সেমিস্টারের বেতন, পরিবহনসহ বিভিন্ন ফি কমানো এবং বিভাগ উন্নয়ন, কম্পিউটার ও ইন্টারনেট, স্টুডেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ফিসহ কয়েকটি ফি বাতিল করার দাবিতে এই আন্দোলন করছেন তারা।

তাছাড়া একটি সেমিস্টার তারা ঘরে বসেই সম্পন্ন করেছেন, যখন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। ওই সেমিস্টারের সব ফি মওকুফ চান তারা।

বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু বলেন, “রেজিস্ট্রেশনের তারিখ দিলে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত দফা দাবিসহ একটি স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু আমাদের হেয়প্রতিপন্ন ও অবজ্ঞা করে কর্তৃপক্ষ তার পরের দিনই বর্ধিত ফিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই এবার শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”

একটা সেমিস্টার ঘরে বসে সম্পন্ন করলেও বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফি চাওয়ার এ ঘটনাকে জুলুম বলে মনে করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “এর চেয়ে জুলুম আর হতে পারে না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ফি সংক্রান্ত বিষয়টি সমাধান করবেন তারা।