এবার গোবিন্দগঞ্জে মনসা মন্দিরে ভাঙচুর

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে দেশের বেশ কিছু মন্দির ও মণ্ডপে হামলার ঘটনার পর এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মনসা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 12:06 PM
Updated : 21 Oct 2021, 12:06 PM

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মনসা মন্দিরের তিনটি প্রতিমার মাথা ও হাত-পা ভাঙা অবস্থায় দেখতে পান।

বুধবার গভীর রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাটি তদন্ত করেছে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পোদ্দার জানান, রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা মনসা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে; যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় সাহা বলেন, এ ঘটনা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।