টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ ‘মাদক কারবারি’ আটক

কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 10:18 AM
Updated : 15 Sept 2021, 10:18 AM

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক জানান, বুধবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাঁটাবুনিয়া ঘাট সংলগ্ন এলাকার ঝাউবাগান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ আমিন (৫০) টেকনাফের সাবরাং ইউনিয়নের কাঁটাবুনিয়া এলাকার কাশেম আলীর ছেলে।

নাঈম বলেন, মাদক কারবারিরা ইয়াবার চালান পাচার করছে খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পর্যায়ে একটি ব্যাগ নিয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন।

“এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৮৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা নাঈম।