কুষ্টিয়ায় মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় এক মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2021, 03:30 PM
Updated : 29 August 2021, 03:30 PM

রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলামের আদালতে পলাতক আসামিদের বিরুদ্ধে এ রায় দেন বলে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান।

আসামিরা হলেন, কুমারখালীর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর (২২) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাজদিয়ার গ্রামের কাদের মালিথার ছেলে উজ্জ্বল (৩৪)।

অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ১৫ জানুয়ারি ভেড়ামারার উত্তর ভবানীপুর এলাকায় উজ্জ্বল ও আলমগীরের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

শুনানি শেষে এ আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত বলেন পিপি।