শিবপুরে সড়কে দুজন নিহতের পর বাস ভাংচুর

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে পথচারী দুই নারী।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 03:08 PM
Updated : 17 August 2021, 03:08 PM

মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর হাজী বাগান এলাকায় এ দুর্ঘটনার পর জনতা বাসটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার জানিয়েছেন।

নিহতরা হলেন- শিবপুর শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলী স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও শিবপুর সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলী স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার পথে পথচারী রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। আহত হয় তানজিনা (১৫) নামে একজন।

বাসটি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়। তখন বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাংচুরের পর অগ্নিসংযোগ করে।

পুলিশ কর্মকর্তা নূর হায়দার বলেন, “দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত হওয়ার পর উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে।”

বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।