কুষ্টিয়ায় একদিনে কোভিড আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 08:15 AM
Updated : 22 July 2021, 08:30 AM

জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ ১৬ জনের মৃত্যু হয়। এতে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪৫৪ জনে দঁড়াল।

মৃত ১২ জনের মধ্যে কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০ ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষা করে করে ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার প্রায় সাড়ে ২৬ শতাংশ বলে জানান আনোয়ারুল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে তার হাসপাতালে কোভি পজিটিভ ১৮৬ জন আর উপর্সগ নিয়ে ৫৫ জনসহ মোট ২৪১ জন চিকিৎসা নিচ্ছেন।

গ্রামাঞ্চলে সংক্রমিত রোগীদের অসচেতনতাকে অধিক মৃত্যুহারের জন্য দায়ি করে এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “তারা আক্রান্ত হয়েও সময় মতো নমুনা পরীক্ষা করছেন না। তাদের অক্সিজেন লেভেল একেবারে নিচে এসে ঠেকে যাচ্ছে তখনই আসছেন হাসপাতালে। তখন এসব রোগীদের সব রকম চিকিৎসা দিয়েও রক্ষা করা  যাচ্ছে না।”