কক্সবাজারে দুই মোটরসাইকেল সংঘর্ষে চুরমার, নিহত ২

কক্সবাজারের হিমছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2021, 06:45 PM
Updated : 21 July 2021, 06:45 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হয়েছেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০) এবং কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ (২৩)।

আহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।

হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক বলেন, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

“এতে মোটরসাইকেল দুইটির পাঁচ আরোহী আহত হন; তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।”

মোটরসাইকেল দুইটি সংঘর্ষে চুরমার হয়ে গেছে বলে তিনি জানান।

কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানান এএসআই রিপন।