কক্সবাজারে ‘পূর্বশত্রুতার জেরে’ হামলায় রোহিঙ্গা নিহত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ‘পূর্বশত্রুতার জেরে’ প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত  হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 10:10 AM
Updated : 14 July 2021, 10:10 AM

হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শিবিরের সি-ব্লকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকের (৪৫) ওই ব্লকের আবু তালেবের ছেলে।

পুলিশ সুপার তারিকুল স্থানীয়দের বরাতে বলেন, শাকের ও একই শিবিরের বাসিন্দা মোহাম্মদ এনামত ওরফে এনামের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে মতবিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার মধ্যরাতে এনামত তার লোকজন নিয়ে শাকেরের ওপর হামলা চালান।

“লাঠিসোটা ও টর্চলাইট দিয়ে শাকেরকে মারধর করা হয়। এতে শাকের আহত হন। খবর পেয়ে এপিবিএন দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিবির সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ সুপার বলেন, ঘটনার পর রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ নানা স্থানে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে পুলিশ গ্রেপ্তারকৃতদের নাম-ধাম বলতে পারেনি।