নারায়ণগঞ্জে স্কুলের দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে একটি স্কুলের দেয়াল ধসে সিটি করপোরেশনের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 12:59 PM
Updated : 13 July 2021, 12:59 PM

মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার উত্তর লক্ষণ খোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. হৃদয় (৩০) ও দুলালী বেগম (৩৫)।

আহত শ্রমিক মিম আক্তারকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবার বাড়ি বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে রাস্তার পাশে উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে ড্রেন নির্মাণ কাজের শ্রমিকদের ওপর পড়ে।

তানহারুল জানান, এ সময় হৃদয়,  মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

“সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎস হৃদয় ও দুলালী বেগমকে মৃত ঘোষণা করেন।”

  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, সকাল থেকে ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিলেন। কাজ করার সময় স্কুলের পুরোনো একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে তিন শ্রমিকের উপর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দেয়াল ধসে আহত তিন শ্রমিকের মধ্যে দুই জন মারা গেছেন। তাদের এক জন নারী ও অপরজন পুরুষ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অপর শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন।