টিকা নিয়েও আক্রান্ত পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ মতিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যিনি দুটি টিকাই গ্রহণ করেছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 03:12 PM
Updated : 4 July 2021, 03:12 PM

শনিবার জেনারেল হাসপাতালে ভর্তি হলেও একটু সুস্থ হওয়ার পর রোববার সকালে তিনি বাসায় চলে যান; সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার তার অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল; বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি ভালো আছেন।

জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পহেলা জুলাই ডাক্তার এমএ মতিন অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনাভাইরাস পজিটিভ আসলে তিনি তার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

“পরে অক্সিজেন লেভেল একটু নিচে নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তার শরীরের অবস্থা ভালো; তাই বাসায় আছেন।”

তিনি আরও জানান, করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হওয়ার পর জেলায় সর্বপ্রথম ডাক্তার এমএ মতিন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। এরপর নির্ধারিত সময়ে তিনি দ্বিতীয় ডোজ সম্পন্ন করেন।