ভোলায় ইউপি নির্বাচনে নিহত: একজন গ্রেপ্তার

ভোলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গুলি করে এক তরুণ হত্যায় জড়িতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 04:14 PM
Updated : 21 June 2021, 04:14 PM

সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তার রিয়াজ (২৭) ঐ কেন্দ্রে বিজয়ী ইউপি সদস্য ইউসুফ সর্দারের ছেলে।

ফাইল ছবি

এর আগে নিহত মনিরের (২২) বাবা বশির উল্লাহ শশিভূষণ থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।

সোমবার বেলা ১১টার দিকে হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনির (২৫) মারা যান। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হন।

সোমবার বেলা ১১টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা কো-এইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক জানান, নিহত মনিরের বুকে ও মুখে শতাধিক স্পট ছিল। ধারণা করা হচ্ছে এগুলো ছররা গুলি। তবে ময়না তদন্তের পর বলা যাবে।

মনিরের লাশ পুলিশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে।