মুন্সীগঞ্জ ‘লকড ডাউন’ মঙ্গলবার থেকে

মুন্সীগঞ্জে মঙ্গলবার সকাল থেকে যানবাহন চলাচলসহ দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 03:39 PM
Updated : 21 June 2021, 03:39 PM

সোমবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন সোমবার বিকেলে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে এ করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

“লকডাউন আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত তা বহাল থাকবে।”

তবে আইনশৃঙ্খলা, জরুরি পরিষেবাসহ অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, “লকডাউন ঘোষণার যাবতীয় পরিপত্র জারি করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ৬টি উপজেলার সর্বত্র জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

দেশের দক্ষিাঞ্চলের ২৩টি জেলার রাজধানীতে আসার পথ লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন শিমুলিয়া লঞ্চ, স্পিডবোর্ডসহ ফেরিঘাটে মানুষের ব্যাপক চাপ থাকে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তারা কাজ করবে। অতি জরুরি পরিষেবার যানবাহন ছাড়া সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার কথা তারা জানান।

এ সময় পরিষেবা প্রদানকারীদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।