কালাই পৌরে দুই সপ্তাহের বিধিনিষেধ জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 04:19 PM
Updated : 18 June 2021, 04:19 PM

শুক্রবার বিকেলে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জয়পুরহাট সদর পৌর সভা ও পাঁচবিবি পৌর সভা এলাকায় গত ৭ জুন থেকে বিধিনিষেধ চলছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, পৌর সভা এলাকায় বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানসহ বাস চলাচল বন্ধ থাকবে, তবে ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে এবং দূরপাল্লার বাস চলাচল করবে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৩ জনের নমুনার অ্যান্টিজেন পরিক্ষায় ৩৫ জন শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১ হাজার ৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন বলেন তিনি।