রংপুর মেডিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, তদন্তে কমিটি 

মায়ের চিকিৎসা করাতে গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 04:05 PM
Updated : 13 June 2021, 04:05 PM

রোববার বিকালে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল ইসলাম জানান।

শুক্রবার সন্ধ্যায় মায়ের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোটভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম।

এই সময় তাদের মাকে হাসপাতালে ভর্তির জন্য টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে হাসপাতাল কর্মচারীরা তাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।  

তারা এখন ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পরিচালক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে সার্জারি বিভাগের গোলাম ফারুক, জরুরি বিভাগের ইনচার্জ আবুল হাসান ও ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসানকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।