লাউয়াছড়া বনে আগুনের কারণ জানতে তদন্ত কমিটি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2021, 09:20 AM
Updated : 25 April 2021, 09:20 AM

মৌলভীবাজার বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার রাতে দুই সদস্যের এ কমিটি গঠন করা হয়। তাদের আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- মৌলভীবাজার জীব বৈচিত্র ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মীর্জা মেহেদী সারোয়ার ও মৌলভীবাজার বন মামলার পরিচালক ফরেস্টার জুলহাস।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উদ্যানের হীড বাংলাদেশের পাশের একটি টিলায় বনের ভেতর আগুন লাগে। এতে প্রায় দুই একর প্রাকৃতিক বনের ক্ষতি হয় বলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান।

সকালে সরজমিনে দেখা যায়, আগুনে বনের বেশ কিছু উদ্ভিদ পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে বেশ কিছু বেত ও বাঁশও।

রোববার শহিদুল সাংবাদিকদের জানান, সকাল থেকেই তদন্ত টিম কাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাউছড়া বনের শ্রমিক ও বাঘমারা ক্যাম্পের স্টাফদের সঙ্গে কথা বলেছেন।

তদন্ত দলের সদস্য ফরেস্টার জুলহাস বলেন,“তদন্ত শেষ করতে তাদের সময় লাগবে। পরিপূর্ণ তদন্ত শেষ না করা পর্যন্ত আগুন লাগার কারণ সঠিকভাবে বলা যাবেনা।”