ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নয় বছর আগে ঝালকাঠিতে ফেনন্সিডিল উদ্ধারের ঘটনায় করা মামলায় জামাল হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2021, 10:08 AM
Updated : 10 March 2021, 10:08 AM

বুধবার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত জামাল হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, রায় ঘোষণার সময় জামাল পলাকত ছিলেন। সাজার পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা জরিমানাও করেছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে বাসা থেকে মাদক বিক্রেতা জামালকে আটক করে র‌্যাব। এ ঘটনায় পরদিন ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি নায়েব আলী।

ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।