চিকিৎসার জন্য যাচ্ছিল ঢাকা, পথে দুর্ঘটনায় নিহত

বরিশালে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিন দিন বয়সী এক শিশু নিহত হয়েছে; যাকে চিকিৎসার ঢাকা নেওয়া হচ্ছিল।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 05:08 PM
Updated : 22 Feb 2021, 05:08 PM

সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এই দুর্ঘটনায় শিশুটির মা ও চালকসহ অ্যাম্বুলেন্সের সাত যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন নিহত শিশুর মা শাহানা আক্তার, শাহানার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা বেগম, অ্যাম্বুলেন্স চালক রেজাউল এবং তার দুই সহকারী জহির ও রিমন।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন ইসলাম জানান, তিন দিন আগে শের-ই বাংলা মেডিকেলে শিশুটির জন্ম হয়। গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বজনরা।

ওসি বলেন, দুপুরে রামপট্টি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতেদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।