রাস্তা করার নামে সরকারি জলাভূমি দখলের অভিযোগ
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2021 05:53 PM BdST Updated: 28 Jan 2021 05:58 PM BdST
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় নিজের জমির সংযোগ রাস্তার নামে সরকারি জলাভূমি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, চৌরাস্তা সংলগ্ন এই জলাশয় সড়ক ও জনপথ বিভাগের অধীন। এই জায়গার পাশে কিছু জমি আছে ব্যক্তি মালিকানাধীন।
তাদের অভিযোগ, ওই ব্যক্তিরা নিজেদের জায়গায় যাওয়ার অজুহাতে যার যার সামনের সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪/৫ শতাংশ করে জলাভূমি দখল করে মাটি ও বালু দিয়ে ভরাট করে রাস্তা তৈরি করছে।
কেউ কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মার্কেট বানানোরও পাঁয়তারা করছে বলে স্থানীয়দের অভিযোগ।
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জলভূমির পশ্চিম সীমানায় পৌরসভার শিবপুর মৌজার ৫৯১ নম্বর দাগে মো. রিজাউল হক, মো. রেজাউল করিম, মো. আমীর হোসেন ও মো. জামির হোসেনের ব্যক্তি মালিকানাধীন ৮ শতাংশ জলা জমি রয়েছে।
সরেজমিনে দেখা যায়, এই জমির লাগোয়া সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২৫/৩০ শতাংশ জলাভূমি ভরাট করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে রাতের বেলায় এই জলাভূমি ভরাট করা হয় বলে স্থানীয়রা জানান।
দখলের অভিযোগ ওঠা একজন হলেন মো. আমীর হোসেন।
তিনি বলেন, “সড়ক ঘেঁষা আমাদের বেশ কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। মূলতঃ জমির সামনের জমি আরও অনেকেই ভরাট করছে। তবে সরকারি জমিতে আমি কোনো স্থাপনা নির্মাণ করছি না। শুধু নিজের জমির সামনে ভরাট করছি।”
মো. রেজাউল করিম নামের আরেকজন বলেন, “পেছনে আমার জমি রয়েছে। আমি আমার জমিতে কীভাবে যাব?”
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. ম. রকিবুল বারী বলেন, “ওই স্থানে অফিস থেকে লোক পাঠানো হচ্ছে। তাদের নোটিশ পাঠিয়ে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হবে।”
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, উপজেলা প্রশাসন ইতোমধ্যেই সড়ক ও জনপথকে চিঠি দিয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে সীমানা নির্ধারণ করে দিতে। তারা সীমানা নির্ধারণ করে দিলেই সকল ধরনের দখল উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-
সাতক্ষীরায় শিক্ষিকাকে ‘চালপড়া খাইয়ে চুরির অপবাদ’
-
মুশতাকের মৃত্যু: রাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
-
জামালপুরে ৪ পৌরসভায় মক ভোটিং
-
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
-
আমার ছেলের খুনিদের একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা
-
চাঁদপুরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
-
খুলনায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে পরিবহন
-
অটোরিকশায় বাসের ধাক্কা, বগুড়ায় নিহত ৪
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল