রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা শুরু

‘স্বাস্থ্যবিধি মেনে’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2020, 12:10 PM
Updated : 27 Dec 2020, 12:10 PM

রোববার তিনটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা জানিয়েছেন।  

আগামী ৩০ ডিসেম্বর, ৭ ও ১৫ জানুয়ারি চারটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত ১৭ মার্চ থেকে এই বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার মধ্যে গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চ্যুয়াল সভায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।

ওই সভায় বলা হয়, পরীক্ষা গ্রহণ বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সরিফা সালোয়া ডিনা জানান, যেসকল বিভাগের স্নাতক ৮ম সেমিস্টার ও স্নাতকোত্তর ২য় সেমিস্টারের পরীক্ষা থেমে ছিল তাদের পরীক্ষা শেষ করার জন্য অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

“পরীক্ষা সম্ভাব্যতা যাচাই কমিটি ২৭ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী যেসকল বিভাগ রুটিন দিতে পেরেছে তাদের পরীক্ষা শুরু হয়েছে। রোববার গণযোগাযোগ ও সাংবাদিকতা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং গণিত বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে আরও চারটি বিভাগের পরীক্ষা শুরু হবে।”

যেসব বিভাগ এখনও রুটিন দিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি তারা পরবর্তীতে রুটিন তৈরি করতে পারলেই তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।

সরিফা সালোয়া আরও বলেন, করোনাকালীন যেহেতু স্বাস্থ্যঝুঁকি রয়েছে তাই সামাজিক দূরত্ব মেনে সকল বিভাগের পরীক্ষা একই সঙ্গে নেওয়া অনেক কঠিন।

“স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে অনেক হলরুম দরকার, যা আমাদের নেই। তাই স্বাস্থ্যবিধি মেনে একে একে সকল বিভাগের পরীক্ষা গ্রহণ করা হবে।”