বর্তমান নির্বাচন কমিশন ‘অযোগ্য প্রতিষ্ঠান’: মীর্জা ফখরুল

জনগণের আস্থা হারিয়ে নির্বাচন কমিশন একটি ‘অযোগ্য প্রতিষ্ঠানে’ পরিণত হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 12:39 PM
Updated : 7 Dec 2020, 12:39 PM

সোমবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকরদের তিনি একথা বলেন।

মীর্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা হিসেবে বিবেচনা করে। এ কারণে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা চলে গেছে।

বর্তমান নির্বাচন কমিশনকে ‘হাস্যকর ও অযোগ্য’ উল্লেখ করে তিনি বলেন, “এখন পর্য়ন্ত এই কমিশন কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারেনি। বরং তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।”

ঢাকা থেকে তিনি ইউএস বাংলার একটি বিমানে বেলা দেড়টার দিকে সৈয়দপুর মিানবন্দরে পৌঁছেন। এই সময় ফুল দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।