করোনাভাইরাস: রুয়েটে ভেন্টিলেটর তৈরিতে অগ্রগতি

করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে ভেন্টিলেটর সংকট দেখা দিলে তা সমাধানে এগিয়ে এসেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

গুলবার আলী জুয়েল, ফটোসাংবাদিক, রাজশাহীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 11:27 AM
Updated : 31 Oct 2020, 11:27 AM
শনিবার দুপুরে এ বিশ্ববিদ্যালয়ের ‘টিম দুর্বার কান্ডারী রুয়েট” এর তৈরি ভেন্টিলেটর দেখতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সে সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নওশাদ আলী, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. জামিল রায়হান এ ভেন্টিলেটরের কারিগরী বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এ যন্ত্রের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দ্রুত উপযোগী করে তোলার জন্য পরামর্শও দেন।
যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সি ভেন্টিলেটর।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় পরিচালক গবেষণা ও সম্প্রসারণ অধ্যাপক ড. ফারুক হোসেন, ‘টিম দুর্বার কান্ডারীর রুয়েট’ এর তত্ত্ববধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।