ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 03:16 AM
Updated : 22 Oct 2020, 03:16 AM

চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

নিহত মনিরুল ইসলাম পিয়েল (৩০) উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মুন্সি বাড়ির মো. আলমগীরের ছেলে। তিনি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন বলে জানা গেছে।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম জানান, নোয়াখালী থেকে মোটরসাইকেলে করে মঙ্গলবার বিকালে বাড়ি ফিরছিলেন পিয়েল।

ফেনী-মাইজদী মহাসড়কের দাগনভূঞার সেবারহাট বাজার সংলগ্ন স্থানে তার মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।