ফেইসবুকে অপরাধী ধরতে রাজশাহীতে খুলল সাইবার ক্রাইম ইউনিট

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধীদের ধরতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খোলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 10:12 AM
Updated : 17 Sept 2020, 10:12 AM

বৃহস্পতিবার দুপুরে আরএমপির সদর দপ্তরে সাইবার ক্রাইম ইউনিটের উদ্বোধন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করবে এই সাইবার ক্রাইম ইউনিট।

এছাড়া কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের শনাক্ত করতেও কাজ করবে এ ইউনিট জানান তিনি।

“বিশেষ করে ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট।”

রাজশাহীতে স্বতন্ত্র সাইবার ক্রাইম ইউনিট ছিল না কমিশনার বলেন, “আমি যোগদানের পর সাংবাদিকদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এ সাইবার ক্রাইম ইউনিট গঠন।

“এ ইউনিটের তত্ত্বাবধানে দক্ষ ও চৌকস পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি ঢাকা থেকে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।”

এছাড়া সাইবার ক্রাইম ইউনিটে সব ধরনের লজিস্টিক সাপোর্টও রয়েছে। ফলে অপরাধীকে খুব দ্রুত খুঁজতে ও ধরতে কাজ করবে এ ইউনিট।

থানায় মামলা হলেও শনাক্তকরণে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট।

আরএমপি কমিশনার আরএমপি পুলিশ হেডকোয়ার্টাসের চারতলায় এক কক্ষে ফিতা কেটে সাইবার ক্রাইম ইউনিটের উদ্বোধন করেন।