করোনাভাইরাস: জামালপুর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়কের মৃত্যু

জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়কসহ দুইজনের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 01:33 PM
Updated : 4 Sept 2020, 01:35 PM

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলাম সফি (৫৯) মারা যান বলে জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান।

তিনি বলেন, অন্যজন হলেন জামালপুর পিডিবির ৫৮ বছর বয়সী একজন গাড়িচালক। তিনি শুক্রবার সকালে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সিভিল সার্জন বলেন, জামালপুর থেকে ঢাকায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করলে পজেটিভ আসে জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলাম সফির। তিনি ঢাকায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামালপুরে করোনাভাইরাসে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩৭৮ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৫৭ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।