জামালপুর আর ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
জামালপুর ও ঝিনাইদহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2020 11:29 PM BdST Updated: 01 Sep 2020 11:29 PM BdST
জামালপুরের সরিষাবাড়ী আর ঝিনাইদহে মহেশপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও চারজন আহত হয়েছেন।
মারা গেছেন সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের বাবর আলী (৬০) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ইনতাদুল ইসলাম ( ২৮ )।
তারা দুইজনই কৃষক। মঙ্গলবার সকালে বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
সাতপোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের পরিবারের বরাতে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে কৃষক বাবর আলী কৃষিকাজ করতে ক্ষেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এছাড়া একই সময় বজ্রপাতে একই ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জহুরুল ইসলাম জহু (৩৫), একই গ্রামের দুলাল সোনারুর স্ত্রী মরিয়ম বেগম (৬০), চর রৌহা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে লিয়াকত হোসেন (৬০) ও ডিক্রিবন্দ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হাসি বেগম (৪৫) আহত হয়েছেন বলে জানান চেয়ারম্যান আবু তাহের।
তিনি বলেন, আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের ইনতাদুল ইসলামও প্রায় একই সময় বজ্রপাতে মারা যান।
মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো. শামসুল আলম জানান, সকালে ইনতাদুল ক্ষেতে কাজ করছিলেন্। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তিনি আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে আনছিলেন। পথেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাটি শুনেছে বলে জানিছেন মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম।
-
সাতক্ষীরায় শিক্ষিকাকে ‘চালপড়া খাইয়ে চুরির অপবাদ’
-
মুশতাকের মৃত্যু: রাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
-
জামালপুরে ৪ পৌরসভায় মক ভোটিং
-
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
-
আমার ছেলের খুনিদের একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা
-
চাঁদপুরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
-
খুলনায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে পরিবহন
-
অটোরিকশায় বাসের ধাক্কা, বগুড়ায় নিহত ৪
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল