জামালপুর আর ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জামালপুরের সরিষাবাড়ী আর ঝিনাইদহে মহেশপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও চারজন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিজামালপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 05:29 PM
Updated : 1 Sept 2020, 05:29 PM

মারা গেছেন সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের বাবর আলী (৬০)  ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ইনতাদুল ইসলাম ( ২৮ )।

তারা দুইজনই কৃষক। মঙ্গলবার  সকালে বজ্রপাতের এসব ঘটনা ঘটে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের পরিবারের বরাতে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে কৃষক বাবর আলী কৃষিকাজ করতে ক্ষেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এছাড়া একই সময় বজ্রপাতে একই ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জহুরুল ইসলাম জহু (৩৫), একই গ্রামের দুলাল সোনারুর স্ত্রী মরিয়ম বেগম (৬০), চর রৌহা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে লিয়াকত হোসেন (৬০) ও ডিক্রিবন্দ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হাসি বেগম (৪৫) আহত হয়েছেন বলে জানান চেয়ারম্যান আবু তাহের।

তিনি বলেন, আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের ইনতাদুল ইসলামও প্রায় একই সময় বজ্রপাতে মারা যান।

মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো. শামসুল  আলম জানান, সকালে ইনতাদুল ক্ষেতে কাজ করছিলেন্। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তিনি আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে আনছিলেন। পথেই তিনি মারা যান।

পুলিশ ঘটনাটি শুনেছে বলে জানিছেন মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম।