ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, মেলেনি পরিচয়

ভোলা সদর হসপাতালে দুই দিন বয়সী এক নবজতাক উদ্ধার করা হয়েছে, যার পরিচয় পাওয়া যায়নি।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2020, 03:43 PM
Updated : 1 August 2020, 03:43 PM

শুক্রবার হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় শিশুটিকে পাওয়া যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং ঝুঁকিমুক্ত আছে বলে চিকিৎসকরা জানান।

ভোলা সদর হসপাতালে দুই দিন বয়সী নবজতাকটি উদ্ধার করা হয় শুক্রবার

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার খালেদা ইসলাম মিতু বলেন, শুক্রবার দুপুরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফেলে যাওয়া একটি মেয়ে নবজাতক উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. রুবেল একটি শিশুর কান্নার আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখেন শিশুটি মেঝেতে পড়ে রয়েছে। পরে তিনি সবাইকে বিষয়টি জানান।  

“পরে আমি শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। শিশুটি এখন ঝুঁকিমুক্ত আছে।”
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার খালেদা ইসলাম মিতু বলেন, “শিশুটি বর্তমানে ভালো রয়েছে। পুরোপুরি সুস্থ হলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।”