পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে ভাঙন

মুন্সীগঞ্জে পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে পদ্মা নদীর ভাঙনে সেতুর বেশকিছু মালামাল ও নির্মাণ সামগ্রী পানিতে তলিয়ে গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 01:42 PM
Updated : 31 July 2020, 01:42 PM

পদ্মা সেতুর নিবাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, শুক্রবার বিকালে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় এই ইয়ার্ডের প্রায় ১৫০ ফুট প্রতিরক্ষা প্রাচীর পদ্মায় তলিয়ে যায়।

“এ সময় সেতুর ৩৫টি রোডওয়ে স্ল্যাবসহ বেশকিছু নির্মাণ সামগ্রী পানিতে তলিয়ে গেছে।”

তিনি জানান, তাৎক্ষণিকভাবে এসব সম্পদ রক্ষায় জরুরিভাবে ক্রেন এনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। উল্টো ক্রেনগুলোও পদ্মায় পড়ে যাওয়ার শঙ্কা দেখা দিলে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

প্রকৌশলী আব্দুল কাদের আরও বলেন, পদ্মার স্রোতের তীব্রতা এত বেশি যে এই অবস্থায় কিছু করা যাচ্ছে না। ইয়াডের দক্ষিণ-পূর্ব অংশে এই ভাঙন চলছে।

পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সেতুতে মোট দুই হাজার ৯১৭টি স্ল্যাব বসানো হবে। ইতিমধ্যে প্রায় ৫০০টি স্ল্যাব বসানো হয়েছে।