করোনাভাইরাস: রাজশাহীতে আক্রান্ত হাজার ছাড়াল

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের করোনাভাইরাসের শনাক্তের মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 07:13 AM
Updated : 8 July 2020, 07:14 AM

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে মোট ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান।

ওই পরীক্ষায় নতুন শনাক্ত ৬০ জন নিয়ে রাজশাহী নগরের আক্রান্ত বেড়ে সংখ্যা ১ হাজার ২৩ জনে এবং জেলায় ১ হাজার ৩৩৮ জনে দাঁড়াল বলে জানান তিনি।

প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার বলেন, একজন চিকিৎসক, চারজন নার্স ও ১০ পুলিশসহ দুইটি ল্যাবে আরও ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে রাজশাহী নগরীর ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭ জন, পাবনার দুইজন ও নাটোরের তিনজন রয়েছেন।