কোভিড-১৯ এড়াতে অটোরিকশার কাঠামো পরিবর্তন মাগুরায়

স্বাস্থ্য ঝুঁকি কমাতে মাগুরা শহরে চলমান কয়েকটি অটোরিকশার কাঠামো পরিবর্তন করেছে সেনাবাহিনী, যে কাজের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 04:45 PM
Updated : 22 June 2020, 05:57 PM

জেলা শহরে চলমান অটোরিকশাগুলোর মধ্যে প্রথম ধাপে ২০টির কাঠামো পরিবর্তন করা হয়, সোমবার যেগুলোর চলাচল উদ্বোধন করা হয়েছে।

পরিবর্তিত কাঠামোতে অটোরিকশায় চালকের পেছনে চারটি প্রকোষ্ঠ করা হয়েছে, যেখানে চারজন যাত্রী বসতে পারবেন। প্রত্যেক যাত্রী পৃথক প্রকোষ্ঠে থাকবেন বলে সহযাত্রী থেকে সংক্রমণ ঝুঁকি থাকবে না।

যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২ আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী বলেন, জেলা প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০টি চলমান অটোরিকশার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্ঠবিশিষ্ট করা হয়েছে।

“ফলে আটোরিকশার যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। এতে অটো  যাত্রীরা কোভিক-১৯ এর হাত থেকে রক্ষা পাবেন।”

কর্নেল আতিফ জানান, শহরের পাঁচটি কারখানাকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী। পরে তাদের দিয়ে কাজটি করানো হয়।

“জেলা প্রশাসনের এই উদ্যোগে প্রতিটি অটোরিকশা পরিবর্তন করতে ২২শ থেকে আড়াই হাজার টাকা খরচ হয়েছে।”

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম এবং মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানও বক্তব্য রাখেন।

পর্যায়ক্রমে শহরের চলমান সকল অটোরিকশাকে একইভাবে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত করে একইভাবে রূপান্তরিত করা হবে বলে সাংসদ সাইফুজ্জামান শিখর বলেছেন।