জামালপুরে চালককে ‘হত্যা করে অটোরিকশা ছিনতাই’

জামালপুরের সরিষাবাড়িতে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার অটোরিকশা।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 08:52 AM
Updated : 20 June 2020, 08:52 AM

নিহত হাফিজুর রহমান (৩০) টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খান বলেন, শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হাফিজুর। এরপর নিখোঁজ হন। শনিবার সকালে সরিষাবাড়ী উপজেলার রামানন্দপুর মাইটাবাড়ি মোড়ের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

“তার গলায় গামছা পেঁচানো ও মাথা থেঁতলানো রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে মাথা ও শরীরে আঘাত করা হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।”

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের স্ত্রী সুরাইয়া বেগম জানান, শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর হাফিজুর রাতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। সকালে মাইটাবাড়ি মোড়ের কাছে তার মৃতদেহ পড়ে থাকার সংবাদ পান তারা। তাদের দুটি শিশুছেলে রয়েছে বলে তিনি জানান।